ফরিদপুরে জাতীয় এ প্লাস ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ সকালে ফরিদপুর সদর হাসপাতাল এ কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন এস এম আল-জামাল সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা ফরিদপুর। সিভিল সার্জন জানান এবছর ৩২০৯৩২ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে।
এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৩৪৬০ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৭৭৪৭২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি এ কার্যক্রম সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।