চাকরি হারালেন সিলেটের গোলাপগঞ্জের দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা জেসমিন সুলতানা।
২০১৮ সালের ১১ সেপ্টেম্বর অক্ষমতা অবসরজনিত ছুটি নিয়ে তিনি সপরিবারে আমেরিকায় চলে যান। এরপর থেকে স্কুলের সঙ্গে সৈয়দা জেসমিন সুলতানার কোনো যোগাযোগ ছিল না।
উপজেলা শিক্ষা অফিস থেকে একাধিকবার এ ব্যাপারে কৈফিয়ত চেয়ে তার ঠিকানায় চিঠি পাঠালেও কেউ তা গ্রহণ করেননি। এরপর গঠন করা হয় তদন্ত কমিটি। দীর্ঘ তদন্তের পর ঘটনার সত্যতা পেয়ে অবশেষে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেন সিলেটের প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক নাসিমা বেগম।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজ খান জানান, দীর্ঘদিন পর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে চাকরিচ্যুত ও পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
(আহৃত)