আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি আগের ম্যাচে ইতালিকে হারিয়ে অর্জন করেছিলেন ফাইনালিসিমা। এবার ইউরোপের আরেক দল এস্তোনিয়ার বিপক্ষে একাই ৫ গোল করে দলকে এনে দিলেন ৫-০ গোলের বড় জয়।
মেসি এর আগে পেশাদার ক্যারিয়ারে আর একবারই এক ম্যাচে ৫ গোল করেছিলেন। ২০১২ সালের সেই ম্যাচে বার্সেলোনার জার্সিতে লেভারকুসেনের বিপক্ষে ৫ গোল করেছিলেন মেসি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ ছিল সেটি।আজ সেই মেসি প্রথমার্ধেই পেয়ে যান ২ গোল। ম্যাচের বয়স ৭৬ মিনিট হতে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের নামের পাশে আরও ৩ গোল।
ডাবল হ্যাটট্রিক কি পাবেন মেসি? ম্যাচের বাকি সময়টা এরপর কেটেছে সেই অপেক্ষাতেই।
(আহৃত)