চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা এক গৃহবধূর চেইন চুরি করে পালাতে গিয়ে ধরা পড়েছে এক নারী। শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
জানা যায়, টিকিট কাউন্টার থেকে টোকেন নিয়ে তার বাচ্চাদের ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করছিলেন এক গৃহবধূ।
ওই সময় অন্যদের মতোই বোরকা ও হিজাব পরে এক নারী ডাক্তার দেখানো জন্য অপেক্ষমান ভুক্তভোগী ওই গৃহবধূকে ধাক্কা দিয়ে সুকৌশলে কাটার দিয়ে তার গলায় পরিহিত চেইন কেটে নিয়ে সটকে পড়ে।
ভুক্তভোগী ওই গৃহবধূ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তিনি চেইন নিয়ে সটকে পড়া নারীকে ধাওয়া করেন। এ সময় রিকশা করে ওই নারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে ওই গৃহবধূসহ অন্য নারীরা মারধর করেন। এতে চেইন চুরির বিষয়টি সে স্বীকার করে।
চেইন চুরির অভিযোগে অভিযুক্ত ওই নারীর নাম নাতাশা আক্তার (২২)। জনতার হাতে আটক পর চেইন চুরির বিষয়টি স্বীকার করে ওই নারী বলেন, নেত্রকোনা থেকে সে চিকিৎসাসেবা নেওয়ার জন্য হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন।
এ ঘটনায় হাটহাজারী মডেল থানার এসআই মো. আলমগীর ভূঁইয়া জানান, খবর পেয়ে নাতাশা আক্তারকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিসা দেওয়া হয়। পাশাপাশি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(আহৃত)