শিরোনামঃ
ফরিদপুরে ওলামা মাশায়েখ এর সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুরে কোটা আন্দোলনের শহীদ পরিবারের সাথে মতবিনিময় বেনাপোল সীমান্ত থেকে ৬ কোটি টাকা মূল্যের মাদক এলএসডি উদ্ধার ফরিদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে দাওয়াতি মিছিল  ফরিদপুর ডায়বেটিক সমিতির সেবা দিবস পালিত ফরিদপুরে পাট বীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ চর টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাজাহান আলমের বিদায় সংবর্ধনা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৪ তম জন্মদিন পালন ফরিদপুরে  ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ অনুষ্ঠিত নকল শিশু খাদ্যের কারখানায় ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ফরিদপুরে ‌ইলিশের আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযানে কেজিতে ২০০/৩০০ টাকা কম প্রতিপক্ষের হামলায় ফরিদপুরের সালথায় কৃষক ইয়ার আলীর শেষ নিশ্বাস ত্যাগ আগামী ১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী ফরিদপুরে নন্দিতা সুরক্ষার উদ্যোগে নারীর স্বাস্থ্য সচেতনামূলক আলোচনা সভা ও নাটক মঞ্চস্থ ঐতিহাসিক বাবরি মসজিদ নির্মিত হচ্ছে ফরিদপুরে ইলিশের দাম কমেনি ফরিদপুরে ফরিদপুরে পল্লী প্রগতি সমিতির অবৈধ নির্বাহী কমিটি  বাতিলের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন ফরিদপুরে ডাক্তারদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দূর্গাপুজাকে কেন্দ্র করে কেউ সমাজের শান্তি শৃংখলা যেন নষ্ট না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে – জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান ফরিদপুর কানাইপুর বাজারে ভোক্তা অধিদপ্তর ও বৈষম্য বিরোধী ছাত্রদের ‌অভিযান
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন

ইংল্যান্ড টেস্ট দলে সুনামগঞ্জের মৃদুল দাসের ছেলে রবিন দাস

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
Update : রবিবার, ৫ জুন, ২০২২

Spread the love

লর্ডসে শুরু হয়েছে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট। বৃহস্পতিবার খেলা চলাকালিন ৩৮তম অভারে ফিল্ডিং করতে নামলেন এক তরুণ।

কিন্তু তার জার্সিতে ছিল না কোনও নাম, ছিল না কোন নম্বর। খোঁজ নিয়ে জানা গেল, তার নাম ‘রবিন জেমস দাস’।

তিনি বাংলাদেশের সুনামগঞ্জ শহরের সুপরিচিত মুখ, সাবেক ক্রীড়াবিদ মৃদুল কান্তি দাসের ছেলে।

রবিন দাসের বাবা মৃদুল দাস টেমস নদীর পাড়ে মেমসাহেব নামে একটি রেস্টুরেন্টের মালিক ছিলেন। ছেলের এই অর্জনে সুনামগঞ্জে এক সময়ের বিখ্যাত ক্রীড়াবিদ মৃদুল কান্তি দাস বলেন, ‘অবশ্যই খুশি তবে তার আরও অনেক দূর যাওয়ার সুযোগ আছে।’

রবিন অতিরিক্তি ফিল্ডার হিসেবে লর্ডসের মাঠে নেমেছিলেন বৃহস্পতিবার। যদিও মাত্র চারটি ডেলিভারির সময় মাঠে ছিলেন তিনি। রবিন যখন মাঠে নামেন তখন লর্ডস টেস্টে প্রথম একাদেশে সুযোগ না পাওয়া হ্যারি ব্রুক এবং গ্রেগ ওভারটন অতিরিক্ত ফিল্ডার হিসেবে মাঠে ছিলেন। বাইরে গিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড।

তারপর ম্যাটি পটস চোট পাওয়ায় তৃতীয় একজন ক্রিকেটার দরকার ছিল। তার জায়গাতেই ফিল্ডিং করেন রবিন। পটসের অসমাপ্ত ওভার শেষ করেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। সেই ওভার শেষ হতেই মূল দলের ব্রড মাঠে ফেরেন এবং রবিন উঠে যান।

নিউজিল্যান্ড সিরিজের জন্য ইংল্যান্ডের ১৩ জনের যে দল ঘোষণা করা হয়েছিল, সেই দলে রবিনের নাম ছিল না। কিন্তু আপৎকালিন পরিস্থিতিতে তাকে মাঠে নামতে বলে টিম ম্যানেজমেন্ট। এই কয়েক মুহূর্তের জন্য মাঠে নেমেই আলোচনায় উঠে আসনে রবিন দাস।

নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের প্রথম টেস্টে বাংলাদেশের সুনামগঞ্জের বংশোদ্ভূত তরুণকে দেখে উল্লসিত হয়েছেন সুনামগঞ্জের ক্রিকেটমোদীরা। অনেকে নিজের ফেসবুক আইডিতেও গর্ববোধ করে স্ট্যাটাস দিয়েছেন।

লিখেছেন, ‘রবিন দাসকে নিয়ে আমরা গর্বিত। ছেলেটির বাবা (মৃদুল দাস) সুনামগঞ্জের মাঠের ক্রিকেটার ছিলেন।’

জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর রেজওয়ানুল হক রাজা বলেন, ‘রবিনের বাবা মৃদুল দাসও একজন ভালো ক্রিকেটার ছিলেন। তিনি সুনামগঞ্জ ফ্যান্টম গ্রুপের সংগঠক ছিলেন।

রবিনের বড় ভাই জোনাথন দাস জনিও সুনামগঞ্জ মাঠে টুর্নামেন্টে কয়েক বছর আগেও এসে খেলেছে। আমরা বাংলাদেশের সীমান্ত শহর সুনামগঞ্জের মানুষ রবিনকে ইংল্যান্ডের মূল একাদশে দেখার প্রত্যাশায় থাকবো।’

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী বললেন, ‘রবিনের নামের সঙ্গে বাংলাদেশ এসেছে, এসেছে সুনামগঞ্জের নামও আমরা তার সাফল্য কামনা করছি।’

রবিনের জেঠা মিলন দাস বলেন, ‘আমরা খুশি, আমরা একসময় মনে করতাম রবিনের বড় ভাই জোনাথন দাস পেশাদার ক্রিকেটার হবে, এখন সে বড় চাকুরি করছে, রবিন তার স্থান নিয়েছে, আমাদের পরিবারের সকলেরই ক্রিকেটের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে।’

রবিনের জন্ম ইংল্যান্ডের লেটনস্টোন সিটিতে। কিন্ত তার শিকড় বাংলাদেশে। বাবা মৃদুল কান্তি দাসের জন্ম সুনামগঞ্জ শহরের উকিলপাড়ায়। মৃদুল কান্তি দাস একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জেলা পর্যায়ে ভাল একজন খেলোয়ার ছিলেন। রবিন ব্রেন্টউড স্কুলে পড়াশুনা করেছেন। রবিনের বর্তমান বয়স ২০ বছর। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলেন এসেক্সের হয়ে। এখন পর্যন্ত মাত্র একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন রবিন।

২০২০ সালে সেই ম্যাচে তিনি করেছিলেন ৭ রান। তবে ২০১৮ সালে এসেক্সের অনুর্ধ্ব ১৬ দলের হয়ে ২০০ রান করেছিলেন এই বাঙ্গালি খেলোয়ার। এসেক্স দ্বিতীয় একাদশের হয়েও খেলেছিলেন তিনি।

বস্তুত, তিনি লর্ডসে ফিল্ডিং করতে নামার পর এসেক্স কাউন্টি দল তাদের টুইটার পেইজে রবিনকে শুভেচ্ছা জানিয়েছে। ইংল্যান্ডের হয়ে ‘টুয়েলফথ ম্যান ডিউটি’ করার জন্য রবিন ও তার সতীর্থ নিখিল গোরান্টাকে শুভেচ্ছা জানানো হয়েছে।

এসেক্স ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জাওয়ার আলী বলেছেন, ‘ব্রিটিশ বাংলাদেশি ক্রিকেটারদের ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ে খেলতে দেখে আশা করছি ভবিষ্যতে রবিন ইংল্যান্ডের হয়েও খেলবে।’

(আহৃত)


Spread the love


এই বিভাগের আরো খবর

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০