রাজস্থান রয়েলসকে ৭ উইকেটে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে অংশ নিয়েই শিরোপার স্বাদ পেল গুজরাট টাইটান্স।
ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়েলকে ১৩০ রানে থামিয়ে শিরোপা নিজেদের করে নেয় হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট।
রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের মতো উত্তেজনাকর ম্যাচে রাজস্থানের তারকা ব্যাটসম্যান জস বাটলার, সাঞ্জু স্যামসন, ডেবুট পাদ্দিকল ও সিমরন হিতমায়ারদের উইকেটে থিতু হতে দেননি হার্দিক পান্ডিয়া-রশিদ খান-মোহাম্মদ শামিরা।
নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে বড় কোনো জুটি গড়তে পারেননি রাজস্থানের ব্যাটসম্যানরা। আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩০ রানেই শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস।
দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন জস বাটলার। এছাড়া ২২ রান করেন ইয়েসভি জশওয়াল। গুজরাটের হয়ে ৪ ওভারে মাত্র ১৭ রানে ৩ উইকেট শিকার করেন হার্দিক পান্ডিয়া।
১৩১ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে গুজরাট।
(আহৃত)