ঐশ্বরিয়া রাই কান চলচ্চিত্র উৎসবে থাকতেই একটা গুঞ্জন শোনা যায়। দেশে ফেরার পর সেটি আরও ডালপালা গজিয়েছে। বি-টাউনে জোর আলোচনা— বচ্চনবধূর দ্বিতীয়বার মা হওয়া নিয়ে।
বলিউডের সাড়াজাগানো এই অভিনেত্রী আবারও কি মা হতে যাচ্ছেন? এমন প্রশ্ন ভক্তদের একাংশেরও।
কান উৎসবে ঐশ্বরিয়ার ঢিলেঢালা পোশাক পরা দেখেই এমন গুঞ্জন ছড়িয়েছে।
৭৫তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে স্বামী অভিষেক বচ্চন এবং মেয়ে আরাধ্যাকে নিয়ে ফ্রান্সে গিয়েছিলেন ঐশ্বরিয়া। প্রথমে একটি গোলাপি রঙের স্যুট পরে কানের রেড কার্পেটে দেখা যায় ঐশ্বরিয়াকে।
পরে আবার কালো রঙের ফ্লোরাল গাউনে কানের রেড কার্পেটে দেখা দেন এই বলিউড অভিনেত্রী। হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন তিনি। ঐশ্বরিয়ার পরনে যে গাউন ছিল, সেগুলো ছিল বেশ ঢিলেঢালা। এভা লঙ্গোরিয়ার মতো হলিউড তারকাদের সঙ্গে সময় কাটাতেও দেখা যায় তাকে।
কান উৎসবের থেকে স্বামী ও কন্যাকে নিয়ে রোববার ভোররাতে মুম্বাই বিমানবন্দরে পৌঁছান ঐশ্বরিয়া। সেখানে ঢিলেঢালা পোশাকে দেখা যায় তাকে। এর পর থেকেই শুরু হয় আলোচনা। ঐশ্বরিয়ার ভিডিও দেখে অনেকেই তাকে অন্তঃসত্ত্বা বলে দাবি করেন। অনেকে আবার অভিনেত্রীর পোশাকের সমালোচনা করেন। তবে এসব বিষয়ে ঐশ্বরিয়া ও তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।
শিগগিরই তাকে মণি রত্নম পরিচালিত ‘পন্নিইন সেলভান’ সিনেমায় দেখা যাবে ঐশ্বরিয়া রাইকে।
(আহৃত)