ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুদাস পাল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-মাওয়া-খুলনা বিশ্বরোড মহাসড়কের উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গুরুদাস পাল উপজেলার সিংগারিয়া গ্রামের মান্দারী পালের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই শাহআলম জানান, রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হন ওই বৃদ্ধ। এ সময় ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার পালিয়ে গেছে।
(আহৃত)