ফরিদপুর জেলার সদরপুর উপজেলাধীন ঢেউখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের শিশুপুত্র আল রাফসান (১১)কে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা করে ও তার স্ত্রী দিল জাহান বেগম রত্না(৩৫) কুপিয়ে আহত করে একই ইউনিয়নের মোল্লা বাড়ির বাসিন্দা এরশাদ মোল্লা(৩৫) পিতা-শানু মোল্লা। উপজেলার পোষ্ট অফিসের সামনের চেয়ারম্যানের নিজস্ব বাড়িতে ঢুকে এ ঘটনা ঘটান।
জানা যায় সম্প্রতি বিবাহ বিচ্ছেদের একটি ঘটনা কে কেন্দ্র করে আগে থেকেই চেয়ারম্যানের উপর ক্ষুদ্ধছিল এরশাদ মোল্লা। এ সময় তার শিশু পুত্র ও স্ত্রীর উপর হামলা করে। স্থানীয়রা আহত শিশু ও তার স্ত্রী কে উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার শিশুপুত্রকে মৃত ঘোষণা করে ও তার স্ত্রী কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। এ ব্যাপারে সদরপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত
আসামি কে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সাধারন জনগন দাবি জানান।
(আহৃত)