রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, মার্চ মাসে যদি ঢাকা-ভাঙ্গা রেলযোগাযোগ চালু না হয়, তবে ২০২৩ সালের জুনের মধ্যে এটি চালু হবে।
রোববার (১৫ মে) দুপুরে রেলমন্ত্রী শিবচরের বাংলাবাজার ঘাটে নেমে পদ্মা রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শন করার সময় মন্ত্রী এসব কথা জানান।
এর আগে, বাংলাবাজার ঘাটের নামার পর মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় তার সঙ্গে রেললিঙ্ক প্রকল্পের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার আবু সাঈদ এবং সেনাবাহিনীর কর্মকর্তা, রেল কর্মকর্তা, ঠিকাদার ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদ্মা সেতুর দুই পাড়ে রেল ভায়াডাক্টের সাড়ে ৪ কিলোমিটারে পাথরবিহীন রেল লাইন বসে গেছে। পদ্মা সেতু দিয়ে রেল চালু করতে চলছে বিশাল কর্মযজ্ঞ। সেতুতে সড়ক পথ একেবারেই প্রস্তুত। তবে রেল পথে পাথরবিহীন রেলট্র্যাক বসানো বাকি। বহুমুখী এই সেতুর নিচতলার এক পাশে বসেছে গ্যাস লাইন, আরেক পাশে সার্ভিস লেন। মাঝখানেই রেল লাইন। পাথরবিহীন রেল লাইন স্থাপনে সময় লাগবে প্রায় ছয় মাস।
আরও জানা যায়, সেতুর দুই প্রান্তে ৭ দশমিক ১৫ কিলোমিটার রেল সংযোগ সেতুর মাত্র ২ দশমিক ৬৫ কিলোমিটারে রেল ট্র্যাক বসানো বাকি। ভায়াডাক্ট সম্পন্ন হয়ে যাওয়ায় বাকি অংশের পাথরবিহীন রেল লাইন দ্রুত সম্পন্ন হবে।
(আহৃত)