কোভিড পজিটিভ হওয়ায় শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল থেকে ছিটকে গিয়েছিলেন সাকিব আল হাসান। শুক্রবার সকালে খবর আসে তার নেগেটিভ হওয়ার। এরপর চট্টগ্রামে এসে দলের সঙ্গে যোগ দেন এই অলরাউন্ডার।
শনিবার ফিটনেস টেস্টে উতরে আজ শুরু হতে যাওয়া প্রথম টেস্টে খেলার ছাড়পত্রও পেয়েছেন সাকিব।
সাকিবকে নিয়েই একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল।
সাকিবের সঙ্গে আছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
আঙুলের চোটে মেহেদী হাসান মিরাজ ছিটকে যাওয়ার পর দলে এসেছিলেন অফ স্পিনার নাঈম। এই তরুণ এবার চলে এলেন একাদশেও।
চোট ও অসুস্থতা কাটিয়ে একাদশে ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তার সঙ্গী সৈয়দ খালেদ আহমেদ। চোটে স্কোয়াডেই নেই পেসার তাসকিন আহমেদ। দলে থাকলেও একাদশে নেই আরেক গতিময় পেসার ইবাদত হোসেন।
একনজরে বাংলাদেশ একাদশ:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ।
শ্রীলংকা একাদশ
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চন্ডিমাল, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, লাসিথ এম্বুলডেনিয়া, বিশ্ব ফার্নান্দো এবং অসিথা ফার্নান্দো।
(আহৃত)