1. admin@banglarakash.com : admin :
August 24, 2025, 6:46 pm

ফরিদপুরে চারদিনব্যাপী স্কাউটদের বেজ কোর্স অনুষ্ঠিত

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : Sunday, May 8, 2022,
  • 100 Time View
Spread the love

বাংলাদেশ স্কাউটস ফরিদপুর জেলা ব্যবস্থাপনা ও পরিচালনায় ফরিদপুর উচ্চ বিদ্যালয় ৬ থেকে ৯ মে চারদিনব্যাপী স্কাউটদের পারদর্শিতা ব্যাজ কোর্স অনুষ্ঠিত হয় । কাব স্কাউট এর জন্য একটি এবং স্কাউটদের জন্য দুটি বেজ কোর্স অনুষ্ঠিত হয়। কাপ বেজ কোর্স এ লিডার এর দায়িত্ব পালন করেন জেলা কাব লিডার স্কাউটার জাহাঙ্গীর মণ্ডল। এবং স্কাউট ব্যাজ কোর্স এ কোর্স লিডারের এর দায়িত্ব পালন করেন জেলা স্কাউট লিডার স্কাউটার এম এম শহিদুর রহমান বাবু । জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফরিদপুর জনাব মোঃ তৌহিদুল ইসলাম, ও জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল এরা বিভিন্ন সময়ে উক্ত কোর্স পরিদর্শন করেন। এবং অংশগ্রহণকারী স্কাউট দের সাথে মতবিনিময় করেন । প্রাথমিক শিক্ষা অফিসার বলেন আগামী দিনে সোনার বাংলা গড়ার উপযুক্ত মানুষ তৈরি হতে হবে কাব স্কাউট এর মধ্য থেকে। সেজন্য সকল পর্যায়ে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এ কার্যক্রম জোরদার করতে হবে। জেলা শিক্ষা অফিসার বলেন স্কাউটিং আলোকিত মানুষ তৈরি করতে সহায়তা করে। সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পাড়া-মহল্লায় মুক্ত দল গঠন করে স্কাউট বয়সী সকলকে এই আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। বাংলাদেশ স্কাউটস এর উপ-পরিচালক মোহাম্মদ শামিমুল ইসলাম সার্বক্ষণিকভাবে কোচ উপস্থিত থেকে কোর্স পরিচালনা সহায়তা করেন এতে মোট ৫২ জন স্কাউট ২৭ জন কাব স্কাউট এবং ২২ জন স্কাউট কর্মকর্তা এ কার্যক্রমে নিয়োজিত ছিলেন।

 


Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT