ফরিদপুরের বোয়ালমারীতে বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা এবং কেজিদরে তরমুজ বিক্রি করার অপরাধে ছয় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারের তরমুজের ব্যবসায়ী সিদ্দিক মিয়াকে এক হাজার টাকা, সয়াবিন তেল বেশি দামে বিক্রি করায় মা স্টোরকে ৫ হাজার টাকা, রবিউল স্টোরকে ৩ হাজার টাকা, রাকিব স্টোরকে ৫ হাজার টাকা এবং বোয়ালমারী পৌর বাজারের রাজীব স্টোরকে ৩ হাজার টাকা, জাবেদ বস্ত্রালয়কে পথচারীর চলাচলের জায়গায় মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৩ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, কয়েকজন অসাধু ব্যবসায়ী সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল ও কেজিদরে তরমুজ বিক্রি করছিলেন।
বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারা এবং ৩০৪০ ধারায় এসব জরিমানা করা হয়েছে।
(আহৃত)