ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় নারী শ্রমিকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মধুখালী পৌরসভার মেছড়দিয়া মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রুবিয়া বেগম (৫৫) ও কালাম শেখ (৬৫)।। রুবিয়া বেগম মধুখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মেছড়দিয়া মহল্লার মৃত পাচু শেখের স্ত্রী। তিনি স্থানীয় আলতু খান জুটমিলের নারী শ্রমিক হিসেবে কাজ করতেন।
এদিকে কালাম শেখ উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের মৃত ফেনের উদ্দিনের ছেলে এবং পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক। এ দুর্ঘটনায় মধুখালী পৌরসভার মেছড়দিয়ার বাসিন্দা আবদুল মান্নান মোল্লা (৬৫) গুরুতর আহত হয়েছেন। আহত মান্নান বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, ব্যাটারিচালিত ভ্যানটি যাত্রী নিয়ে মধুখালী বাজার থেকে মেছড়দিয়া যাচ্ছিল। এ সময় ভ্যানটি মেছড়দিয়া মোড় এলাকায় পৌঁছালে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিয়া বেগম ও কালাম শেখ নিহত হন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংকন কুমার বিশ্বাস বলেন, দুর্ঘটনায় আহত মান্নানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর এলাকাবাসী মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা এলাকায় বাসটি আটক করেন। তবে ওই সময় চালক পালিয়ে গেছেন। বাসের চালককে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
(আহৃত)