ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া আজ বিকেলে শেখ জামাল স্টেডিয়াম এর জিমনেসিয়াম অনুষ্ঠিত হয়।
ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা , জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা, পুলিশ সুপার আলিমুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র জনাব অমিতাভ বোস,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব শামীম হক, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, ইয়াসিন কলেজের অধ্যক্ষ শিলা রানী মন্ডল, এছাড়া ফরিদপুর চেম্বার অব কমার্সের পরিচালকবৃন্দ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি নজরুল ইসলাম বলেন এই রমজান মাসে সকল ব্যবসায়ীগনকে ধন্যবাদ জানানো হয় সুস্ঠ ও শান্তিপুর্নভাবে ব্যবসা পরিচালনা করার জন্যে এবং সকলকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানান৷
ইফতারের পূর্বে দেশ ও জনগণের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সৈয়দ আলী আশরাফ পিয়ার ও মনিরুজ্জামান মনির।
(আহৃত)