1. admin@banglarakash.com : admin :
August 24, 2025, 12:25 pm

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : Monday, April 25, 2022,
  • 101 Time View
Spread the love

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ সম্মেলন কক্ষে ‌ এক প্রেস ব্রিফিংয়ে আজ অনুষ্ঠিত হয়। ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমি ও গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন সংক্রান্তে এই প্রেস ব্রিফিং আজ সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা:তাসলিমা আলী। এতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমি ও গৃহহীন পরিবারকে আগামী ২৬ এপ্রিল , ঈদ উপহার হিসেবে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা ,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা,,নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, ফরিদপুর প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার হেলালউদ্দিন, প্রথম আলোর সাংবাদিক পান্না পালা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন । উপস্থিত বক্তারা বলেন যে,আশ্রয়ন-২ প্রকল্প হতে তৃতীয় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত ১৩৮৭টি ঘরের মধ্যে আপাতত ৬৯৬টি পরিবারকে ঈদ উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২ শতাংশ জমি সহ একটি ঘর উপহার হিসেবে দিবেন।বর্তমান প্রধানমন্ত্রী কাউকে গৃহহীন হিসেবে দেখতে চান না,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশের জনগন যাতে কেউ গৃহহীন না থাকে তারই বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা,পৃথিবীর কোথাও এই ধরনের প্রকল্প নেই,শুধু বর্তমান প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত ভূমিহীনদের ভূমি প্রদান ও ঘর নির্মান করে দিচ্ছেন ,সবাই বর্তমান প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা করেন।

 

 


Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT