শিরোনামঃ
ফরিদপুরে ওলামা মাশায়েখ এর সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুরে কোটা আন্দোলনের শহীদ পরিবারের সাথে মতবিনিময় বেনাপোল সীমান্ত থেকে ৬ কোটি টাকা মূল্যের মাদক এলএসডি উদ্ধার ফরিদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে দাওয়াতি মিছিল  ফরিদপুর ডায়বেটিক সমিতির সেবা দিবস পালিত ফরিদপুরে পাট বীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ চর টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাজাহান আলমের বিদায় সংবর্ধনা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৪ তম জন্মদিন পালন ফরিদপুরে  ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ অনুষ্ঠিত নকল শিশু খাদ্যের কারখানায় ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ফরিদপুরে ‌ইলিশের আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযানে কেজিতে ২০০/৩০০ টাকা কম প্রতিপক্ষের হামলায় ফরিদপুরের সালথায় কৃষক ইয়ার আলীর শেষ নিশ্বাস ত্যাগ আগামী ১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী ফরিদপুরে নন্দিতা সুরক্ষার উদ্যোগে নারীর স্বাস্থ্য সচেতনামূলক আলোচনা সভা ও নাটক মঞ্চস্থ ঐতিহাসিক বাবরি মসজিদ নির্মিত হচ্ছে ফরিদপুরে ইলিশের দাম কমেনি ফরিদপুরে ফরিদপুরে পল্লী প্রগতি সমিতির অবৈধ নির্বাহী কমিটি  বাতিলের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন ফরিদপুরে ডাক্তারদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দূর্গাপুজাকে কেন্দ্র করে কেউ সমাজের শান্তি শৃংখলা যেন নষ্ট না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে – জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান ফরিদপুর কানাইপুর বাজারে ভোক্তা অধিদপ্তর ও বৈষম্য বিরোধী ছাত্রদের ‌অভিযান
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

মধ্যরাতে সমঝোতা বৈঠক: আজ থেকে খুলছে নিউমার্কেট

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
Update : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

Spread the love

নিউমার্কেটের ব্যবসায়ী আর ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের জের ধরে টানা দুদিন বন্ধ থাকার পর আজ খুলছে নিউ মার্কেট। দুই পক্ষের সমঝোতা হওয়ার পর আজ সকাল থেকে নিউমার্কেটের সকল বিপণিবিতান খুলে দেয়ার কথা জানান ঢাকা শিক্ষা বোর্ডের মহাপরিচালক নেহাল আহমেদ।

বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর সাইন্সল্যাবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়, ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা কলেজ কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দীর্ঘ চার ঘণ্টা চলা বৈঠক শেষে দুই পক্ষের সমঝোতা হওয়ার কথা জানান ঢাকা শিক্ষা বোর্ডের মহাপরিচালক নেহাল আহমেদ।

তিনি সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার থেকে নিউ মার্কেটসহ ওই এলাকার সকল বিপণি কেন্দ্রগুলো খুলবে। আর ছুটির মধ্যে ঢাকা কলেজের ছাত্রদের হলে থাকার বিষয়ে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

নেহাল আহমেদ বলেন, বৈঠকের পর আর কোনো বিভেদ থাকবে না বলে আশা করছি। আজ সকাল থেকে নিউ মার্কেটসহ আশপাশের সব মার্কেট ও দোকানপাট খুলবে। কলেজ যেহেতু আজ থেকে সরকারিভাবে বন্ধ, সেহেতু ছাত্রদের হলে থাকার বিষয় নিয়ে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

এসময় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী-কর্মচারীদের রক্তক্ষয়ী এই সংঘর্ষের পেছনে তৃতীয় পক্ষের উসকানি ছিলো বলে দাবি করে তিনি বলেন, পুলিশ এ ব্যাপারে তদন্ত করে পদক্ষেপ নেবে।

ঢাকা কলেজের পাশে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (সায়েন্স ল্যাবরেটরি) সভা কক্ষে ওই বৈঠকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। কলেজের শিক্ষকরাও উপস্থিত ছিলেন বৈঠকে। নেহাল আহমেদের নেতৃত্বে এই বৈঠকে ব্যবসায়ী নেতাদের পাশাপাশি পুলিশের উপ-মহাপরিদর্শক পদমর্যাদার একজনসহ আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রোজার মধ্যে ভোররাতে সেহেরি শেষ করার পরও বৈঠক চালিয়ে যান তারা। বৈঠক শেষে সাড়ে ৪টার দিকে সাংবাদিকদের সামনে এসে বৈঠকে আনীত সিদ্ধান্তের কথা জানান নেহাল আহমেদ।

তিনি বলেন, সৌহাদ্যপূর্ণ পরিবেশে সব পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। ছাত্রদের ১০টি দাবি ছিলো, তার বেশিরভাগ দাবিই পূরণ করার সিদ্ধান্ত হয়েছে। এর বাইরে ব্যবসায়ীদের বিভিন্ন অভিযোগের কথাও সবাই শুনেছে। এর মাধ্যমে এটিরও একটি সমাধানে চলে এসেছি আমরা।

এর আগে, গত সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে নিউ মার্কেটের একটি খাবার দোকানে ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থী মারধরের শিকার হওয়ার পর দুই পক্ষের এই সংঘর্ষের সূত্রপাত হয়।

এ বিষয়ে দোকান মালিকরা জানান, দুই দোকানের কর্মীদের বাসা থেকে এক পক্ষ ঢাকা কলেজ ছাত্রাবাস থেকে ছাত্রলীগের কয়েক কর্মীকে ডেকে নেয়। তারা গিয়ে মারধরের শিকার হওয়ার পর ছাত্রাবাসে ফিরে আরও শিক্ষার্থীদের নিয়ে ভোররাতে নিউ মার্কেটে হামলা চালাতে গেলে বাঁধে সংঘর্ষ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দিনভর চলা এই সংঘর্ষে এক পথচারী ও নিমার্কেটের এক দোকানকর্মী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় অর্ধশত।

বুধবার সকাল থেকে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর নিউমার্কেটের দোকান খোলার তোড়জোর শুরু হলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবারও হুঁশিয়ারি দেয়। পরে বিকালে কলেজ ফটকের সামনে আবারও কিছু হাতবোমা বিস্ফোরণের পর ওই এলাকার নিউমার্কেটসহ অন্যান্য মার্কেটের বিপণিবিতানের কোনো দোকানই আর খোলেনি।

(আহৃত)


Spread the love


এই বিভাগের আরো খবর

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০