দুই দলেরই অর্জন ৬টি করে পয়েন্ট। মুম্বাইর ব্রেবোর্ন স্টেডিয়ামে কেকেআর আর রাজস্থান রয়্যালস মুখোমুখি হচ্ছে নিজেদের পয়েন্ট বাড়িয়ে নেয়ার লক্ষ্যে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হচ্ছে ম্যাচটি।
রাজস্থান যেখানে গত ম্যাচে গুজরাট টাইটানসের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কেকেআর পরপর দুই ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে। যে কারণে জয়ের ধারায় ফিরতে মরিয়া দু’দলই।
গুজরাট টাইটান্সের বিপক্ষে বোলিং বিভাগে ট্রেন্ট বোল্টকে বেশ মিস করেছে রাজস্থান। প্রথমে উইকেট নিয়ে টাইটান্সকে চাপে ফেললেও, ১৯২ রান তুলে ফেলে তারা।
যদিও চোট সেরে গেছে বোল্টের। অনুশীলনে বোলিংও করেছেন তিনি। সুতরাং, এই ম্যাচে তার ফিরে আসা প্রায় নিশ্চিত। এক্ষেত্রে সম্ভবত জিমি নিশাম বা রাশি ফন ডার ডুসেনকে বাইরে বসতে হবে।
ডুসেন বাইরে বসলে দলের ব্যাটিং বেশ দুর্বল হয়ে পড়বে। এ কারণে এখনও পর্যন্ত আহামরি কোনো পারফর্ম না করলেও, তার দলে থাকার সম্ভাবনা রয়েছে।
তবে রবিচন্দ্রন অশ্বিন দলে জায়গা নিয়ে একটা প্রশ্ন থাকছেই। ব্যাট হাতে একাধিক জায়গায় নামলেও, অশ্বিন বল হাতে মাত্র এক উইকেটই নিয়েছেন। কতদিন তার উপর ভরসা রাখবে রয়্যালস ম্যানেজমেন্ট, সেটাই দেখার।
গুজরাট টাইটান্সের বিপক্ষে বোলিং বিভাগে ট্রেন্ট বোল্টকে বেশ মিস করেছে রাজস্থান। প্রথমে উইকেট নিয়ে টাইটান্সকে চাপে ফেললেও, ১৯২ রান তুলে ফেলে তারা।
যদিও চোট সেরে গেছে বোল্টের। অনুশীলনে বোলিংও করেছেন তিনি। সুতরাং, এই ম্যাচে তার ফিরে আসা প্রায় নিশ্চিত। এক্ষেত্রে সম্ভবত জিমি নিশাম বা রাশি ফন ডার ডুসেনকে বাইরে বসতে হবে।
ডুসেন বাইরে বসলে দলের ব্যাটিং বেশ দুর্বল হয়ে পড়বে। এ কারণে এখনও পর্যন্ত আহামরি কোনো পারফর্ম না করলেও, তার দলে থাকার সম্ভাবনা রয়েছে।
তবে রবিচন্দ্রন অশ্বিন দলে জায়গা নিয়ে একটা প্রশ্ন থাকছেই। ব্যাট হাতে একাধিক জায়গায় নামলেও, অশ্বিন বল হাতে মাত্র এক উইকেটই নিয়েছেন। কতদিন তার উপর ভরসা রাখবে রয়্যালস ম্যানেজমেন্ট, সেটাই দেখার।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ
জস বাটলার, দেবদূত পাডিক্কাল, সাঞ্জু স্যামসন (অধিনায়ক), রাশি ফন ডার ডুসেন, শিমরন হেটমায়ার, রায়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রাসিদ কৃষ্ণা, ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদিপ সেন।
কেকেআরের সম্ভাব্য একাদশ
অ্যারোন ফিঞ্চ, বেঙ্কটেশ আয়ার, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), নীতিশ রানা, আন্দ্রে রাসেল, শেল্ডন জ্যাকসন, প্যাট কামিন্স, সুনিল নারিন, আমন খান, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
(আহৃত)