রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মাগুরা জেলা সদরের বড়খরি গ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মুত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কর্মজীবনের একটি বিরাট সময় তিনি রাজেন্দ্র কলেজের কাটিয়েছেন। তিনি প্রথমে রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক এবং পরে অধ্যক্ষের দ্বায়িত্ব লাভ করেন। তার মৃত্যুতে কলেজে তার ছাত্র ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। একজন অত্যন্ত বিনয়ী ও মার্জিত ব্যক্তিত্ব হিসেবে অধ্যাপক আ. লতিফ সকল মহলের আস্থাশীল ও জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন।
২০১৮ সালের ৩ জানুয়ারি অধ্যাপক মো. আব্দুল লতিফ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ লাভ করেন।
২০২১ সালের ১২ জুন থেকে তিনি ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। একইসঙ্গে তিনি ট্রেজারারের দায়িত্বও পালন করেছিলেন। ২০২২ সালের ৭ জানুয়ারি তার চাকরির মেয়াদ শেষ হলে উভয় পদ থেকে অবসরে যান
(আহৃত)