শিরোনামঃ
শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে বরাদ্দকৃত প্লটসহ রাজউকের সকল অবৈধ বরাদ্দ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১৫ রাষ্ট্রপ্রতির দুবাই কানেকশন নিয়ে চলছে নানা কৌতূহল ৭৫ লাখ টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা দুই কারিকুলাম সমন্বয় ষষ্ঠ-নবমের সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রস্তুত, শীঘ্রই কার্যক্রম শুরু বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের আলোচনায় ড. ইউনূসের সঙ্গে গুরুত্ব পাবে যেসব বিষয় বন্যা দুর্গতদের সাহায্যে ফরিদপুরের বৈশাখী নাট্যগোষ্ঠীর নাটক তোতা কাহিনী অনুষ্ঠিত দ্বিতীয় বাংলাদেশির মৃত্যুতে ভারতকে কড়া প্রতিক্রিয়া পররাষ্ট্র উপদেষ্টার ফরিদপুরে ওলামা মাশায়েখ এর সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুরে কোটা আন্দোলনের শহীদ পরিবারের সাথে মতবিনিময় বেনাপোল সীমান্ত থেকে ৬ কোটি টাকা মূল্যের মাদক এলএসডি উদ্ধার ফরিদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে দাওয়াতি মিছিল  ফরিদপুর ডায়বেটিক সমিতির সেবা দিবস পালিত ফরিদপুরে পাট বীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ চর টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাজাহান আলমের বিদায় সংবর্ধনা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৪ তম জন্মদিন পালন ফরিদপুরে  ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ অনুষ্ঠিত নকল শিশু খাদ্যের কারখানায় ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ফরিদপুরে ‌ইলিশের আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযানে কেজিতে ২০০/৩০০ টাকা কম প্রতিপক্ষের হামলায় ফরিদপুরের সালথায় কৃষক ইয়ার আলীর শেষ নিশ্বাস ত্যাগ
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন

সালথায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৯

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ email:banglar.akash.sif@gmail.com
Update : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

Spread the love

ফরিদপুরের সালথায় রাস্তা কাটা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২৯ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।ওই এলাকার কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন (৪৪) ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের (৪২) মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। ওই দুই নেতার বাড়ি মাঝারদিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে। গত তিন মাস আগে নওপাড়া গ্রামের মধ্য দিয়ে একটি রাস্তা বানানোর উদ্যোগ নেয় কামাল। কিন্তু গিয়াসের সমর্থকেরা তাঁদের জমির ভেতর দিয়ে ওই রাস্তা নির্মাণের কাজে বাধা দেয়। একপর্যায় রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। এ বিষয়টি নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় স্থানীয় কাগদী বাজারে কামালের কয়েকজন সমর্থকদের উদ্দেশে গিয়াসের সমর্থকেরা, ‘ভিক্ষুক’, ‘জমি ভিক্ষা চায়’ ইত্যাদি বলে উত্তেজিত করে। এ নিয়ে ওই বাজারে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর সূত্র ধরে সন্ধ্যায় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে ধাওয়া–পাল্টাধাওয়া ও সংঘর্ষ। এতে উভয় পক্ষের অন্তত ২৯ জন আহত হয়। পরে পুলিশ এসে শর্টগানের ১০টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের মধ্যে ৯ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ৬ নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন বলেন, ‘গ্রামে রাস্তা কাটা নিয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে আমার লোকজনের বিরোধ চলছিল। বুধবার বিকেলে কামালের সমর্থকেরা আমার বাড়ির ওপর এসে আমার সমর্থক ইলিয়াস শেখ বেধড়ক পিটিয়ে আহত করে। পরে আমার সমর্থকেরা প্রতিবাদ করলে সংঘর্ষ বেধে য়ায়। সংঘর্ষে ইলিয়াস শেখ, শহিদুল শেখ, মেহেদী শেখ, ইব্রাহিম মোল্যা, নাসির মোল্যা, রিপন মাতবর, আমিনুর মাতবরসহ আমার অন্তত ১৫ সমর্থক আহত হয়।’

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বলেন, ‘রাস্তা কাটাসহ গ্রাম্য দলাদলি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে আমাদের অনেক দিন ধরে বিরোধ চলছিল। বুধবার বিকেলে আমার সমর্থক আহাদ মাতবর, হেমায়েত মাতবর, ইউসুফ মোল্লা ও দেলোয়ার মোল্লা স্থানীয় কাগদী বাজার থেকে পেঁয়াজ বিক্রি করে ফেরার পথে গিয়াসের বাড়ির সামনে গেলে তাঁদের ওপর হামলা চালায় তার সমর্থকেরা। এ সময় তারা রড ও হাতুড়ি দিয়ে আমার সমর্থকদের পিটিয়ে গুরুতর আহত করে। এ নিয়ে পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় আমার অন্তত ১৪ সমর্থক আহত হয়েছে।’

কামাল হোসেনের সমর্থকেদর মধ্যে আহাদ মাতবর, হেমায়েত মাতবর, ইউসুফ মোল্লা, দেলোয়ার মোল্লা, রিপন মাতবরসহ উভয় পক্ষের নয়জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দিকে ইলিয়াস শেখ, শহিদুল শেখ, মেহেদী শেখ, ইব্রাহিম মোল্লা, নাসির মোল্লা ও আমিনুর মাতবরকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের ১০টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে।

 


Spread the love


এই বিভাগের আরো খবর

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০