ফরিদপুর শহরের হোটেল রেফেলস ইন এ ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস এর সভাপতিত্বে পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে পৌরসভার ২৭ টি ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকদের সাথে এক মত বিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শামীম হক,ফরিদপুর পৌর আওয়ামীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু,যুগ্ম আহ্বায়ক শাহিদ উদ্দিন আহম্মেদ,যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, বদিউজ্জামান বাবুল সহ ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদক বৃন্দ । এ সময় বক্তারা ফরিদপুর পৌরসভাকে দেশের মধ্যে একটি অনুকরণীয় ও আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।তারা ফরিদপুর পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের চিত্র তুলে ধরেন ও পৌরসভার সেবা গ্রহীতারা কিভাবে আরও দ্রুত সময়ে প্রয়োজনীয় সেবা পেতে পারে সে ব্যাপারে সবার সহযোগীতা কামনা করেন। পৌরসভার ডিজিটাল সেবা সমূহ সম্পর্কে লোকজনকে কিভাবে আরও সচেতন করা যায় সে বিষয়ে ২৭ টি ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকদের কাজ করার আহ্বান জানান ।