ফরিদপুরের মধুখালীতে ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো এক ব্যবসায়ী।
রোববার (১০ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত ওই ব্যবসায়ীর নাম আরিফ হোসেন (৩০)। বাগাট বাজারে তার ওয়ার্কশপ রয়েছে। আহত আরিফকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাগাট বাজার বনিক সমিতির কর্মকর্তা শিমুল ব্যানার্জী জানান, রাত ১ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাগাট বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন আরিফ।
হঠাৎ করেই অজ্ঞাত একটি ট্রাক এসে তাকে চাপা দিলে গুরুতর আহত হন আরিফ। দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরো জানান, আরিফকে চাপা দিয়ে দ্রুত ট্রাকটি পালিয়ে যাওয়ায় সময় এক নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাজার এলাকাতেই থাকতেন। তার কোনো পরিচয় পাওয়া যায়নি।
কানাইপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংকন কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ওই নারীর লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।