শিরোনামঃ
ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের বাস ভাড়া কমানোর দাবিতে ছাত্র জনতার আমরণ অনশন কর্মসূচি  বাড়িতেই তৈরি হতো নকল বিদেশি মদ, ফরিদপুরে গ্রেপ্তার ৩ বিশ্ব শিশু দিবস উপলক্ষে ফরিদপুর খেলা ঘরের মানববন্ধন  ডিমের দামে কারসাজি করায় একতা ট্রেডার্সকে জরিমানা ফরিদপুর ভোক্তা অধিদপ্তরের ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুরে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের কর্মবিরতি পালন হঠাৎ করেই কুমার নদে ধ্বস।। ভাঙ্গন আতংকে এলাকাবসী ফরিদপুরে শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ফরিদপুরে পালিত হল নার্সিং ও মিড ওয়ারি সংস্কার পরিষদের উদ্যোগে ‌ কর্মবিরতি কুমার নদের ভাঙ্গনে ফরিদপুর লক্ষীপুরে ভেঙ্গে পরছে বাড়ী ঘর, হুমকির মুখে লক্ষাধিক লোকের চলাচলের একমাত্র ব্রিজটি মাধ্যমিক স্তরের বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দুর্গোৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে – ফরিদপুরে জেলা প্রশাসক ইলিশ বাজারে ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান র‌্যাব-১০ এর হাতে গ্রেফতার রাজবাড়ীর সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু  ফরিদপুরে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে ফরিদপুর জামায়াত ইসলামী দলের মতবিনিময় ফরিদপুর কুমার নদ থেকে উদ্ধার হল শিশুর মরদেহ ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান ৮৪ শতাংশ (গবেষণা জরিপের ফল প্রকাশ) ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে বিএনপির বিভাগীয়  বিশ্ব গণতন্ত্র দিবস পালিত বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সভা অনুষ্ঠিত
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন

তরুণীকে ধর্ষণের ভিডিও ধারণ, গ্রেফতার ৩ বখাটে

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ email:banglar.akash.sif@gmail.com
Update : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

Spread the love

এক কিশোরীকে (১৭) ধর্ষণ ও মোবাইল ফোনে তা ভিডিও করার অভি‌যো‌গে দিনাজপুরের ফুলবাড়ী‌তে তিন বখাটেকে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ। শনিবার (৯ এপ্রিল) রাতে উপ‌জেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার শিবনগর ইউনিয়নের চকচকা তে‌লিপাড়া গ্রা‌মের মো. আলমগীর হো‌সেনের ছেলে সোহাগ (২১), হা‌জির মোড় গ্রামের বেনজু মিয়ার ছেলে আসিফ (১৯) ও মৃত এমদাদুল হ‌কের ছেলে  সাগর ইসলাম (২২)।

রোববার (১০ এপ্রিল) দুপুরে আসামি‌দের‌ দিনাজপুর আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শ‌নিবার মধ্যরাতে স্থানীয় ইউপি সদ‌স্যের সহ‌যোগিতায় তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শ‌নিবার রাত ৮টার দিকে ওই কিশোরী‌কে বা‌ড়ি থেকে কৌশ‌লে ডেকে এনে শিবনগর ইউনিয়নের দ‌ক্ষিণ বাসুদেবপুর এলাকার একটি স্কুলের পা‌শে নির্জন স্থা‌নে নি‌য়ে ধর্ষণ করে আসিফ। এ ঘটনার  ভি‌ডিও ধারণ ক‌রে তারই সহপা‌ঠী  সাগর ইসলাম, আর তাকে সহযোগিতা করে সোহাগ।

প‌রে সাগর ও সোহাগ ধর্ষ‌ণের বিষয়টি কাউকে ব‌ললে ভিডিওটি সামা‌জিক যোগাযোগ মাধ্য‌মে প্রচারসহ ওই কিশোরীকে হত্যার হুম‌কি দেয়। এদি‌কে অনেক খোঁজা খুঁজির পর এক প্রতিবেশীর বাড়ি থে‌কে মে‌য়ে‌কে উদ্ধার   ক‌রেনতারবাবা।

ধর্ষণের শিকার ওই কিশোরীর কাছে ঘটনার বিস্তারিত শুনে ওই রা‌তেই শিবনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য নুরু ইসলামকে বিষয়টি জানায় পরিবারের সদস্যরা। এ সময় ইউপি সদস্য গ্রামের লোকজন নি‌য়ে কৌশ‌লে ওই তিন যুবককে আটক ক‌রে থানায় খবর দেন। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে তাদের গ্রেফতার ক‌রে থানায় নি‌য়ে আসে এবং ওই তরুণীকে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সে ভ‌র্তি করা হয়।

এ বিষয়ে ইউপি সদস্য নুর ইসলাম নুরু ব‌লেন, খবর পে‌য়ে ভিকটিমের বাড়িতে গি‌য়ে তার মুখে ঘটনার বর্ণনা   শু‌নে কৌশ‌লে গ্রামের লোকজনকে নি‌য়ে অভিযুক্ত তিন যুবককে আটক ক‌রি। পরে তারা ধর্ষণ ও মোবাইলে ভি‌ডিও ধার‌ণের কথা স্বীকার ক‌রলে পুলিশে খবর দেই।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. আশরাফুল ইসলাম জানান, ভিক‌টিম‌কে চি‌কিৎসার ব্যবস্থা এবং আসামিদের কাছ থে‌কে ভি‌ডিও চিত্র উদ্ধার করা হ‌য়ে‌ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণ ও ভিডিও ধারণের কথা স্বীকার করেছে। এঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩) ধারায় ধর্ষিতার বাবা বাদী হয়ে থানায় এক‌টি মামলা (মামলা নম্বর-০৬, তা‌রিখ ১০/০৪/২০২২-ইং) করেছেন। রোববার দুপুরে আসামি‌দের‌ দিনাজপুর আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।


Spread the love


এই বিভাগের আরো খবর

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০