ফরিদপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় শুরু হয়েছে। শহরে রাজেন্দ্র কলেজ মাঠে স্থানীয় ৮ দলকে নিয়ে লিগ পদ্ধতিতে এই টুর্নামেন্টে আরম্ভ হয়েছে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক বিসিবির কাউন্সিলর শামীম হক, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, প্রাইম ব্যাংকের ম্যানেজার আব্দুর রাজ্জাক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মোঃ মোসলেম উদ্দিন। প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় ফরিদপুর জেলা স্কুল মোকাবেলা করে আজিজুল উলুম দাখিল মাদ্রাসার। নির্ধারিত ৫০ ওভারের খেলায় এ সংবাদ লেখা পর্যন্ত প্রথমে ব্যাট করতে নেমে ফরিদপুর জেলা স্কুল ২৫৮ রান সংগ্রহ করে।