ডেস্ক রিপোর্টার
আগের দিন পাঁচ উইকেটের তিনটি তাইজুলের, দুটি খালেদের। পোর্ট এলিজাবেথ টেস্টে আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনেও বাংলাদেশের যা কিছু উল্লাসের কেন্দ্রে খালেদ আর তাইজুলই। সেশনে দুটি উইকেট পড়েছে দক্ষিণ আফ্রিকার—শুরুর দিকে একটি নিয়েছেন খালেদ, শেষের দিকে একটি তাইজুল। মাঝে পুরো সেশন কেশব মহারাজের সামনে হাপিত্যেশ করে গেছে বাংলাদেশ।
সেশনে ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৬ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে ৭ উইকেটে ৩৮৪ রান হয়ে গেছে। একে তো চার শ ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকার আরও দূর যাওয়ার শঙ্কা বাংলাদেশের জন্য, তার চেয়েও বড় শঙ্কা সম্ভবত এটি যে, কেশব মহারাজ টেস্ট ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক নিয়ে অপরাজিত ৫৫ রানে। বল হাতে আগের টেস্টে মহারাজের সঙ্গে যিনি জুটি বেঁধে বাংলাদেশের সর্বনাশ করেছিলেন, সেই সাইমন হারমার (৩) এই মুহূর্তে ক্রিজে মহারাজের সঙ্গী।