প্রেক্ষাগৃহের পর এবার ঘরে বসেই দর্শক দেখতে পাবেন ‘গুণিন’। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের এ সিনেমা। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটায় মুক্তি পাবে ছবিটি। ওটিটিতে মুক্তির খবরে খুশি ছবির নায়িকা পরীমনি। তিনি এ চলচ্চিত্রে রাবেয়া চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘একদিকে আমার ছবি “বিশ্বসুন্দরী” ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, আরেক ছবি “মুখোশ” দেশের বাইরে মুক্তি পাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার চরকিতে “গুণিন” মুক্তি পাচ্ছে। আমার জন্য এত সব খুশির খবর! মনে হচ্ছে আমারই দিন।’