1. admin@banglarakash.com : admin :
August 23, 2025, 3:28 pm

হবিগঞ্জের  মামলায় ভাঙ্গা  থানার ওসি  শফিকুল ইসলাম গ্রেফতার!

Reporter Name
  • Update Time : Friday, February 28, 2025,
  • 20 Time View
Spread the love

আনোয়ার জাহিদঃ
ফরিদপুরের ভাঙ্গা থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
 হবিগঞ্জে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে গুলি ছোড়ার অভিযোগে করা মামলায় তাকে  গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।  বিষয়টি (শুক্রবার)  সকালে  ফরিদপুর পুলিশ সুপারের অফিস সূত্র  নিশ্চিত করছেন গণমাধ্যম কে।
এর আগে তাকে গতকাল গভীর রাতে ভাঙ্গা থেকে , ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে  আনা  নেওয়া হয়। পরে তাকে ডিবি পুলিশ  গ্রেপ্তার করেন।  বর্তমানে তিনি ঢাকার ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন।
জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি, হবিগঞ্জ সদর মডেল থানায়  হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আওয়াল ওসির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় ওসি শফিকুল ছাড়াও সাবেক এসপি এসএম মুরাদ আলী, হবিগঞ্জের সাবেক অতিরিক্ত এসপি খলিলুর রহমান, পরিদর্শক বদিউজ্জামান, হবিগঞ্জ সদর থানার সাবেক ওসি অজয় চন্দ্র দেবসহ মোট ৭৫ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ১৮ জন পুলিশ কর্মকর্তা।
 বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং , হবিগঞ্জ মডেল থানার ওসির বরাতে জানা গেছে , গ্রেপ্তারের বিষয়টি তিনি জানেন না। তবে মামলার আগেই শফিকুল ইসলাম বদলি হয়েছেন।
প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি গাজীপুর মেট্রোপলিটন থানা থেকে বদলি হয়ে ভাঙ্গা থানার ওসি হিসেবে যোগ দেন শফিকুল ইসলাম। যোগদানের পরপরই তাকে ঘিরে নানান ধরনের কথার চালাচালি চললেও সর্বশেষ সমালোচনাই আলোচনার ঝড় হয়ে উঠলো।
এদিকে সচেতন মহল বলছেন, পুলিশেরও এত বাড়াবাড়ি অত্যাচার নির্যাতন করা  ঠিক হয়নি। তেমনও দেশ ভরে বহু ধরনের মামলাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য শান্তি বয়ে আনেনি।
ফলশ্রুতিতে পুলিও আতঙ্কিত হয়ে কাজে মন দিতে পারছেন না। পাশাপাশি অপরাধ প্রবনতা ঠেকানোরও পুলিশ ছাড়া কেউ নাই।  সব মিলিয়ে ম্যাচাকার অবস্থা।  এ নিয়ে পুলিশ রাজনীতিবিদ এবং আমজনতার সকলেরই সমাধানের পথ খোঁজ উচিত বলে সমাজের বোদ্বামহল মনে করেন।

Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT