1. admin@banglarakash.com : admin :
August 24, 2025, 12:08 am

জাসাস ফরিদপুর বিভাগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, October 19, 2024,
  • 18 Time View
জাসাস ফরিদপুর
Spread the love

বাংলার আকাশ ডেস্কঃ
আজ শনিবার সকাল ১১,৩০ মিনিটে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফরিদপুর বিভাগে সাংগঠনিক সফর এবং জাসাস ফরিদপুর বিভাগের প্রস্তুতি সভা সফল করার লক্ষ্যে  সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর শহরের কাঠপট্টিতে অবস্থিত বিএনপি অফিসে এ উপলক্ষে এক আলোচনা সভায় জাসাস ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক এডভোকেট সৈয়দ রাশিদূল আলম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রধান বক্তা ছিলেন , জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট লিয়াকত আলি, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ মোহাম্মদ বিল্লাল হোসেন , মিজানুর রহমান মিজান, শরিফুল ইসলাম রতন, এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জাসাসের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম লিটন,
গোপালগঞ্জ জেলার আহ্বায়ক জাকারিয়া ইসলাম মিরাজ, শরীয়তপুর জেলার আহবায়ক এস এম সুলতান নাসির, রাজবাড়ী জেলার আহ্বায়ক আশরাফুল আলম, মাদারীপুর জেলার আহ্বায়ক এরশাদুল হক মিরাজ, মাদারীপুর জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক জুম্মন হোসেন গোপালগঞ্জ জেলার সদস্য সচিব মাসুদ মোল্লা, রাজবাড়ী জেলা সদস্য সচিব মিজানুর রহমান পলাশ, শরীয়তপুর জেলার সদস্য সচিব মনজুর হাসান মঞ্জু। এ সময় ফরিদপুর জেলা জাসাসের সদস্য সচিব আরিফ বকু, মহানগর জাসাস এর নেতা মোহাম্মদ শাহিন হক, জেলা জাসাস এর সদস্য মোহাম্মদ লিটন, মাসুদ রানা, দেওয়ান মাসুম, রাজ্জাক সুজা, প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে আলোচনা করেন। গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতন ঘটেছে।
আমরা আন্দোলন করেছি নির্যাতিত হয়েছি কারাবরণ করেছি, আর তাই আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি।
বিগত সরকার বিরোধী দলের নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতন করেছিলেন তারা জনগণের ভোট ও ভাতের অধিকার হতে বঞ্চিত করেছিলেন। আর তাই ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছে।
বক্তারা বলেন আগামীতে বিএনপিকে আবারো ক্ষমতায় আনতে হবে সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এখন থেকে কাজ করতে হবে। আমাদের মধ্যে যেন কোন বিভাজন না থাকে। সেদিকে লক্ষ্য রাখতে হবে। যারা আওয়ামী দোসর দের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করছেন তাদের ব্যাপারে খেয়াল রাখতে হবে। বিএনপি’র যে সমস্ত লোক গত ১৭ বছরে ‌ আওয়ামী লীগের অত্যাচারের শিকার হয়েছে কারা বরণ করেছে, আহত হয়েছে তাদের গুরুত্ব দিতে হবে। কোন ভাড়া করা লোককে দিয়ে সংগঠন পরিচালনা করা যাবে না ।
এর আগে জাতীয় ও দলীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ সময় ফরিদপুর জেলা সহ আশেপাশের চারটি জেলার নেতৃবৃন্দ অনুষ্ঠানের স্থলে উপস্থিত হন।


Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT