বাংলার আকাশ ডেস্কঃ
ইলিশ, ডিম সহ নিত্য পণ্যের বাজারে ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা ৩০ মিনিট থেকে বেলা ২ টা পর্যন্ত শহরের হাজী শরীয়তউল্লাহ বাজারে এই অভিযান পরিচালিত হয় । এ সময় বাদশা ভ্যারাইটিজ স্টোর কে ডিমের দামে কারসাজি করায় ১০ হাজার টাকা, দাস ভান্ডারকে ইলিশের দাম বেশি রাখা এবং ক্রয় ভাউচার না থাকায় ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ইলিশ মাছের আড়ত, পাইকারী ও খুচরা বেশ কিছু দোকানে তদারকি করে সতর্ক করা হয়েছে। এ সময় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বাংলাদেশ ব্যাটেলিয়ন এর একটি দল ও হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।