স্টাফ রিপোর্টার-
ফরিদপুরে আজ কবি জসীমউদ্দীন হলে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ফরিদপুর জেলা শাখার আয়োজনে ওলামা মাশায়েখ সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে উলামা মাশায়েখের করণীয় শীর্ষক আলোচনায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বসাধারণকে এগিয়ে আসতে বলা হয় এবং ইসলামের আইন অনুসারে দেশ পরিচালনার কাজে সকলকে নিয়োজিত থেকে কোন ধরনের উস্কানি বা কোন ধরনের দেশবিরোধী কার্যকলাপে কেউ জড়িত থাকলে তাদেরকে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানানো হয়। এদেশ সবার এজন্য সকলকেই দেশ নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান অতিথি মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সম্মানিত উপদেষ্টা সম্মিলিত ওলামা মাশায়েক পরিষদ।
কোরআন তেলোয়াত এবং উদ্বোধনী বক্তব্য অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান বাকিগঞ্জ কামিল মাদ্রাসার মাধ্যমে শুরু করা হয়। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মুফতি আমির হামজা, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা আব্দুল হামিদ, ডঃ মাওলানা খলিলুর রহমান মাদানী, মুফতি ফখরুল ইসলাম, এ এইচ এমন হামিদুর রহমান আজাদ। হাফেজ মাওলানা এনামুল হাসান, মাওলানা শাহ আব্দুল মতিন, হাফেজ মাওলানা হাফিজুর রহমান, হাফেজ মাওলানা সোলায়মান ফারুকী, মাওলানা মোফাজ্জল হোসেন, মাওলানা আমজাদ হোসাইন, মুফতি আব্দুল কাইয়ুম, হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান, অধ্যক্ষ মাওলানা বদর উদ্দিন, সাইয়াদুল আবরার সিফাত, আবরার নাদিম ইতু , মোঃ আব্দুল হাদী। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়