মফিজুর রহমান শাহিন:
আজ ১৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদপুরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান এস এ মন্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজে সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করা হয়। প্রত্যুষে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ছাত্রছাত্রীরা পুষ্পমাল্য অর্পণ করে। এর পরে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকলের এবং স্বাধীনতা যুদ্ধ ও ভাষা আন্দোলনের সকল শহীদের রুহের মাগফেরাত ও জান্নাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব শেখ সাইফুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাডেট ইনস্ট্রাক্টর মোঃ সালাউদ্দিন এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ কিবরিয়া হোসেন এবং অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষিকা কর্মচারী কর্মকর্তা সহ ছাত্রছাত্রী বৃন্দ।