ফরিদপুর জেলা প্রতিনিধি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। এটি শহীদ দিবস হিসাবেও পরিচিত। যথাযথ মর্যাদার সাথে এস এ মান্নান স্কুল এ্যান্ড কলেজ দিবসটি উদযাপন করেন, সকালে প্রভাত ফেরিতে শহীদ মিনারে পুষ্প অর্পণ করা হয়।
পরবর্তীতে বিদ্যালয় প্রাঙ্গনে কবিতা আবৃতি, দেশাত্মবোধক গান ও নাটক এবং চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২১শে ফেব্রুয়ারির আলাকচিত্র প্রদর্শন করা সহ নানা আয়োজনে অনুষ্ঠানটি পালিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব আলহাজ্ব শেখ সাইফুল ইসলাম অহিদ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও প্রতিষ্ঠানের প্রাণ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিল। দোয়ার মাধ্যমে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।