ফরিদপুরে আজ সকাল ৭.৩০ মিনিটে তালমা মোড় মানিকনগর ইউনিয়নের মহাসড়কে গোল্ডেন লাইন ও ঢাকাগামী ডিলাক্স পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে আশেপাশের লোকজন পুলিশ প্রশাসনকে অবগত করে। তাৎক্ষনিক পুলিশ প্রশাসনের সহায়তায় আহতদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।ঘটনাস্থলে কোনো নিহতের খবর পাওয়া যায় নি।