ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর ধুলদি বাস স্ট্যান্ড থেকে আনুমানিক ৩০০ মিটার পশ্চিম দিকে ধুলদি পরানপুর রোডে জাহিদ ইন্ডাস্ট্রিজে ভয়াবহ চুরি সংঘটিত হয়।
গত ১৯ /১ /২৪ ইং তারিখ বিকাল আনুমানিক ৩:৩০ ঘটিকায় এই ঘটনা ঘটে। উক্ত ঘটনায় প্রতিষ্ঠানের টিন কেটে সমস্ত সিসি ক্যামেরার লাইন কেটে ক্যামেরা ডিভাইস নষ্ট করে। এ সময় ১৭ হাজার টাকা মূল্যের ক্যামেরা ১৯ হাজার টাকা মূল্যের মনিটর ১৪ হাজার টাকা মূল্যের সিপিইউ অটো চানাচুর মেশিন ৬০ হাজার টাকা মূল্যের খামির মেশিন ৬০হাজার টাকা মূল্যের ৩ ঘোরা মটর ৯০ হাজার টাকা মূল্যের প্রায় ৩ লক্ষাদিক টাকারও বেশি ক্ষতি হয়।
এলাকাবাসী ও আশেপাশে কথা বলে জানা গেছে এরকম একটা চক্র কিছুদিন পরপর চুরি করে আসছে। এলাকাবাসি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহিদ হোসেন এ বিষয়ে কোতোয়ালি থানা ইনচার্জ বরাবর এজাহার দায়ের করেন।