চলতি বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম খেলা ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। টস হেরে ব্যাটিং করতে নেমে ইনিংসের দুই ওভারে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছে রংপুর।
বরিশালের পাকিস্তানি পেসার মোহাম্মদ ইমরান উপড়ে ফেলেন রংপুরের ক্যারিবীয় ওপেনার ব্রেন্ডন কিংয়ের উইকেট। এরপর দ্বিতীয় ওভারে খালেদ আহমেদকে আপার কাট মারতে গিয়ে সেই ইমরানের হাতে তালুবন্দি হন রনি তালুকদার। দুই ওভার শেষে ৩ উইকেট হারিয়ে রংপুরের সংগ্রহ ১৫ রান।