বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিশেষ সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে নির্বাচনকালীল দলনিরপেক্ষ সরকার গঠনের আহবান জানানো হয়েছে। শুক্রবার দুপুরে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শেষ হওয়া কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভার সমাপ্তি অধিবেশনে এ আহবান জানানো হয়।
এ ছাড়া বেশ কিছু প্রস্তাব গ্রহণ করা হয়। এতে বলা হয়, ক্ষমতায় থেকে নির্বাচন করার সরকারের মনোভাবই সংঘাত-সংঘর্ষের পরিস্থিতি ডেকে আনছে। এর দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রস্তাবে উল্লেখ করা হয়, বাংলাদেশে আর একটি একতরফা নীলনকশার নির্বাচনী তামাশার কোনো অবকাশ নেই। প্রস্তাবে অতিদ্রুত পদত্যাগের ঘোষণা দিয়ে নির্বাচনকালীল দলনিরপেক্ষ সরকার গঠনের রাস্তা খুলে দিতে সরকারের প্রতি আহবান জানানো হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, এপোলো জামালী, সজীব সরকার রতন, সিকসার হারুন মাহমুদ, শহীদুল আলম নান্নু সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ শিমুল, মীর রেজাউল আলম প্রমুখ।
সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে যুগপৎ ধারায় চলমান গণসংগ্রামকে আরও জোরদার করার আহবান জানানো হয়।
সভায় ২৫ জুনের মধ্যে গারমেন্টসসহ সব খাতের শ্রমিকদের উৎসব ভাতাসহ যাবতীয় বকেয়া পরিশোধের জন্য সব মালিক ও সরকারের প্রতি আহবান জানানো হয়। একইসঙ্গে দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রতিরোধে কার্যকরী উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানানো হয়।
সভার শুরুতে প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরী ও সিরাজুল আলম খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।