শেখ ইফতিয়ার ইসলাম :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে সাতটি বিদেশি ভাষায় উক্ত ভাষণ উৎসব ও পুরস্কার বিতরণের আয়োজন করে ফরিদপুরের জেলা প্রশাসন।
আজ বিকেল সাড়ে তিনটায় ফরিদপুর জেলার শেখ জামাল স্টেডিয়ামে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের।
ফরিদপুরে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সংসদ সদস্য-২ শাহাদাব আকবর লাবু, ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা পৌর মেয়র অমিতাভ বোস, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ
বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ , বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও প্রায় দশ হাজার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সাতটি ( ইংরেজী, স্প্যানিশ, ফ্রান্স, জাপানিস, চাইনিজ, হিন্দি, আরবি) বিদেশী ভাষায় উপস্থাপন করা হয়।
জনাব ওবায়দুল কাদের তার ভাষণে বলেন আপনারা যদি বঙ্গবন্ধুকে ভালবেসে থাকেন তাহলে দুর্নীতিকে না বলুন,
সবশেষে বঙ্গবন্ধুর ভাষণের উপরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।