বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম:
এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজ এর ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ২৪ জানুয়ারি সকাল ১০ টায় স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজের মধ্যমণী মাননীয় অধ্যক্ষ মহোদয় জনাব আল-হাজ্জ্ব শেখ সাইফুল ইসলাম অহিদ।
অনুষ্ঠানে এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় বলেন, সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে একজন শিক্ষার্থীর উচ্চ শিক্ষা যেমন প্রয়োজন, তেমনি নৈতিকতা শিক্ষারও প্রয়োজন রয়েছে। শুধু পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হলেই চলবে না, নৈতিক শিক্ষায় বলীয়ান হতে হবে। উচ্চশিক্ষার সঙ্গে নৈতিকতাকে মেখে নিতে হবে।
এরপর শুরু হয় সাংস্কৃতির অনুষ্ঠান। এতে নাচ, গান, কৌতুক দিয়ে নবীন শিক্ষার্থীদের মাতিয়ে তোলেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের সমাপনি বক্তব্য শেষে এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মহোদয় বিশেষ শ্রেণি পরীক্ষার ফলাফল প্রকাশ ও প্রথম স্থান অধীকারী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন।