বাংলার আাকাশ ডেস্ক
এস ইসলাম
ফরিদপুরের কোতোয়ালী থানাধীন এলাকায় সংঘটিত এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখ সকালে কোতোয়ালী থানার ধুপাইল ইউনিয়নের চাপড়া সার্কাস ব্রিজ সংলগ্ন একটি কলাবাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পরবর্তীতে নিহতের পরিচয় শনাক্ত হলে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে পুলিশ সুপারের নির্দেশনায় কোতোয়ালী থানার একটি চৌকস টিম তদন্ত কার্যক্রম শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—
১) রাজিব খান (৪১)
২) মোঃ মামুন হাওলাদার (৩২)
পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যমতে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়। হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়।
আসামিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোবাইল ফোন, লোহার পাত, রশি ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়া আসামিদের দেখানো মতে হত্যাকাণ্ড সংশ্লিষ্ট আরও আলামত উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।