বাংলার আকাশ ডেস্ক
ফরিদপুরে ধর্ষণের মামলার প্রধান আসামি সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৯ নভেম্বর ফরিদপুর শহরের একটি আবাসিক হোটেলে প্রেমিকাকে চেতনানাশক দ্রব্য খাইয়ে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্ত যুবক সজীব প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী কিশোরীকে ওই হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ঘটনার পর ভুক্তভোগী অসুস্থ অবস্থায় পড়েন এবং তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত অপরাধী দমনে মাঠে নামে এবং কয়েক ঘণ্টার ব্যবধানে অভিযুক্ত সজীবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান সাংবাদিকদের জানান, “ধর্ষণের মতো গুরুতর ঘটনার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাছাড়া, ভুক্তভোগী ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমাদের অভিযান ও তদন্ত চলবে।”