এস ইসলাম :
ঐতিহ্যবাহী ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই স্বনামধন্য বিদ্যাপীঠের দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে প্রাক্তন শিক্ষার্থীরা এক বর্ণাঢ্য আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছেন।
গতকাল শুক্রবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এই প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী আয়োজক পরিষদের আহ্বায়ক ডাক্তার মুস্তাফিজুর রহমান শামীম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার মির্জা আরিফুর রহমান।
অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন পুনর্মিলনী আয়োজক পরিষদের সদস্য সচিব ও সাবেক শিক্ষার্থী ওয়াহিদ মিয়া কুটি, সাবেক শিক্ষার্থী ডাক্তার মির্জা আরিফুর রহমান এবং সাবেক শিক্ষার্থী ও সাংবাদিক রাজীব খান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮৪০ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর জিলা স্কুল সুদীর্ঘ ১৮৫ বছরের ইতিহাস অতিক্রম করেছে। এই দীর্ঘ ও গৌরবময় ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ১৮৫তম বর্ষপূর্তি উদযাপনের লক্ষ্যেই প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেছেন। অনুষ্ঠানটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য একটি উদযাপন পরিষদও গঠন করা হয়েছে।
আয়োজক কমিটি ঘোষণা করেন, আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর, ২০২৫ (১০ ও ১১ পৌষ, ১৪৩২, বৃহস্পতি ও শুক্রবার) দুই দিনব্যাপী ফরিদপুর জিলা স্কুলের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে এই দুই দিনব্যাপী অনুষ্ঠানের বিস্তারিত সূচিও তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান চন্দন, সজিব হাসান খান, সাইফুজ্জামান চৌধুরী মুক্তা, রাকিবুল হাসান, মইনুল হক পলাশ, নাজমুল হক রুবেল সহ অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
এছাড়াও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পুনর্মিলনী আয়োজক কমিটি এই মহৎ আয়োজনটি জাতীয় ও স্থানীয় সকল গণমাধ্যমে যথাযথভাবে প্রচারের জন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।