ফরিদপুর জেলা প্রতিনিধি
পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালিত হয়েছে।
আজ শনিবার বিকেলে ফরিদপুর সদর এর নর্থচ্যানেল এলাকায় পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় প্রশাসন, মৎস্য অধিদপ্তর ফরিদপুর, বাংলাদেশ পুলিশ ফরিদপুর ও র্যাব-১০ এর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে আনুমানিক ৩০,০০০মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে যার মূল্য আনুমানিক ১৫,০০,০০০/- টাকা।
এছাড়া একই ইউনিয়ন এর কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ড্রেজার ধ্বংস করা হয়েছে। এ সময় উক্ত অভিযানে ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বিভিন্ন
সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।