বার্সেলোনার নতুন কোচ হান্সি ফ্লিককে নতুন মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। গত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় অসদাচরণের দায়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ফ্লিক। একইসঙ্গে তাকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
উয়েফার ডিসিপ্লিনারি কমিটি শুক্রবার এই শাস্তির কথা জানিয়েছে। ফ্লিকের সহকারী কোচ মার্কাস জর্গকেও একই শাস্তি দেওয়া হয়েছে। এর ফলে আসন্ন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার প্রথম ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না এই দুই কোচ।
শুধু কোচিং স্টাফ নয়, শাস্তি হয়েছে বার্সেলোনার খেলোয়াড়দেরও। অ্যান্টি-ডোপিং নিয়ম না মানায় লামিনে ইয়ামাল এবং রবের্ত লেভানদোভস্কিকে ৫ হাজার ইউরো করে জরিমানা করা হয়েছে। একই ম্যাচে সমর্থকরা মাঠে বস্তু নিক্ষেপ করায় ৫ হাজার ২৫০ ইউরো এবং আতশবাজি পোড়ানোর জন্য ২ হাজার ৫০০ ইউরো জরিমানা হয়েছে ক্লাবটির। এদিকে, একই ম্যাচে দর্শকদের অসদাচরণের কারণে ইন্টার মিলানকেও জরিমানা করেছে উয়েফা। সমর্থকদের রাস্তা আটকে দেওয়া এবং আতশবাজি পোড়ানোর দায়ে তাদের মোট ৩৩ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয়েছে।