1. admin@banglarakash.com : admin :
August 23, 2025, 7:41 am

কলকাতায় সত্যজিৎ রায় প্রতিষ্ঠিত চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘মাস্তুল’

banglarakash
  • Update Time : Monday, July 21, 2025,
  • 44 Time View
Spread the love

ঢাকা: বিদেশে কয়েকটি চলচ্চিত্র উৎসব সফলভাবে প্রদর্শিত হওয়ার পর এবার ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায় আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘মাস্তুল’। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) ইস্টার্ন রিজিয়ন এই উৎসবের আয়োজন করছে, যা ১৯৫৯ সালে কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল।

নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’ সিনেমাটি আগামী ১৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত কলকাতার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র নন্দনে প্রদর্শিত হবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে উৎসবের প্রদর্শনী। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) ইস্টার্ন রিজিয়ন কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে নির্মাতাকে এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের এশিয়া-প্যাসিফিক সেকশনের সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছরের উৎসবে তিনটি বিভাগে মোট ৩৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

এর আগে ‘মাস্তুল’ রাশিয়ার মস্কো ও চেবক্সারির উৎসবে প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও, এটি ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছিল।

‘মাস্তুল’ সিনেমার গল্প জাহাজের নাবিকদের ভাসমান জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। নির্মাতা নূরুজ্জামান জানিয়েছেন, সিনেমার সিংহভাগ দৃশ্য ধারণ করা হয়েছে জাহাজের অভ্যন্তরে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যাসহ আরও অনেকে।

 


Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT