রংপুর, ১৯ জুলাই ২০২৫ – আজ দুপুরে রংপুরের সিও বাজার এলাকায় একটি এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভার্সন সেন্টারে ভয়াবহ বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় পাম্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আশেপাশের এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনটির একটি রিজার্ভ ট্যাংকে কয়েকদিন আগে গ্যাস লিকেজ দেখা গিয়েছিল। আজ সেটি মেরামতের সময় ট্যাংকের ভেতরে জমে থাকা উচ্চচাপের কারণে হঠাৎ করে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের প্রভাবে পাম্পের কাউন্টার, সেখানে দাঁড়িয়ে থাকা ১৩টি মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স, নিকটস্থ কয়েকটি দোকান এবং বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া প্রধান সড়ক দিয়ে চলাচলরত একটি যাত্রীবাহী বাসও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রংপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বাদশা মাসউদ আলম জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযানের সময় একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে তিনি নিশ্চিত করেন।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, বিস্ফোরণে আহত একজন পুরুষ (৪৫) হাসপাতালে মারা গেছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
প্রাথমিক ধারণা করা হচ্ছে, গ্যাস স্টেশনটির গ্যাস সংরক্ষণ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অবহেলা এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাবই এই দুর্ঘটনার কারণ।
দুর্ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং অতিরিক্ত নিরাপত্তা জোরদার করে। এলাকার যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাধারণ জনগণকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, গ্যাস স্টেশনের লাইসেন্স, নিরাপত্তাব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণ নীতিমালা পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।