ইসরায়েল গাজায় তাদের নিরবচ্ছিন্ন হামলা অব্যাহত রেখেছে। বুধবার কমপক্ষে ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। খবর আল জাজিরার।
নিহতদের মধ্যে অন্তত ২৫ জন ছিলেন একটি জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্রে, যাদের বেশিরভাগই ভিড়ের মধ্যে পদদলিত হয়ে প্রাণ হারান।
অভিযোগ রয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের ঠিকাদাররা ভিড়ের মধ্যে টিয়ার গ্যাস ছুড়লে এই পদদলনের ঘটনা ঘটে।
মার্কিন ও ইসরায়েল সমর্থিত ত্রাণ সংস্থা জিএইচএফ আবারও তাদের বিতরণ কেন্দ্রে নিরস্ত্র বেসামরিকদের মৃত্যুর জন্য দায় অস্বীকার করেছে। সংস্থাটি দাবি করেছে, ত্রাণ বিতরণ কেন্দ্রে সশস্ত্র গোষ্ঠীগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল।
এছাড়া গাজার মধ্যাঞ্চলীয় স্কুলে ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলায় চারজন নিহত হয়েছেন।
অপরদিকে গাজা সিটিতে ৩ জন নিহত হন। গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলা রাতভর অব্যাহত থাকায় কয়েক ঘণ্টায় এই দুটি মারাত্মক হামলার খবর পাওয়া গেছে।