বাংলার আকাশ ডেস্কঃ
ফরিদপুর সেনা ক্যাম্পের সুত্রমতে জানা যায় গতকাল যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ ইদ্রিস মৃধা (১৫)
পিতা মোহাম্মদ নিজাম উদ্দিন ইউনিয়ন অম্বিকাপুর গ্রাম কাচারীরটেকে গ্রেফতার করা হয়েছে।
সোর্সের মাধ্যমে খোঁজ পেয়ে কাচারির টেক ব্রিজ বাজার এলাকায় বিকাল ৪-৩০ মিনিটে যৌথ বাহিনীর অভিযান চালায় । অভিযানের সময় নিজাম উদ্দিন কে দোকানে পাওয়া যায়নি তবে তার ছেলে ইদ্রিস মৃধাকে দোকানে মাদক বিক্রি অবস্থায় পাওয়া যায় এবং দোকান তল্লাশি করে ৭৯ পিস ইয়াবা ট্যাবলেট ১০০ গ্রাম গাঁজা ,তিনটি মোবাইল ,ও ৪০ টি ভােইগ্রা ট্যাবলেট এবং মাদক সেবনের সরঞ্জামাদি পাওয়া যায়। মাদক সহ নিজাম উদ্দিন এর ছেলে ইদ্রিস মৃধা কে গ্রেফতার করা হয় এবং কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।